সরদার বাড়ি মসজিদ, বরছাকাঠি, স্বরূপকাঠি

Barisalpedia থেকে

ইন্দ্রকাঠির বরছাকাঠি গ্রামে, বাখরগঞ্জের শিবপুর এবং রাজাপুরের ছুরিচোরার মসজিদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ তিন ঘর বিশিষ্ট আরো একটি প্রাচীন স্থাপনা রয়েছে। ঠিক কোন সময়ে কে বা কারা এই মসজিদ নির্মাণ করেছিলো তা জানা যায়নি। তবে মোগল আমলের শেষদিকে কোনো রাজকর্মচারী এই মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন বলে ধারণা করা হয় ।

Image 47.jpg


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।