"সরদার ফজলুল করিম, দার্শনিক"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("বরেণ্য দার্শনিক অধ্যাপক সরদার ফজলুল করিম ১৯২৫ সনের ১লা ম..." দিয়ে পাতা তৈরি)
 
(পুরস্কার এবং সম্মাননা)
২৭ নং লাইন: ২৭ নং লাইন:
 
১. সিধু ভাই স্মৃতপিদক ১৯৯৮, ২. দৈনিক জনকন্ঠ গুণীজন সম্মাননা ১৯৯৯, ৩. বরশিাল বভিাগ সমতি, ঢাকা র্কতৃক শক্ষিাক্ষত্রেে বিশেষ অবদানরে জন্য "শ শেরে বাংলা পদক" ২০০০, ৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবজ্ঞিান বিভাগ র্কতৃক গুণীজন সম্মাননা ২০০১, ৫. স্বাধীনতা দিবস পুরস্কার ২০০০, ৬. 'দওেয়ান গোলাম র্মোতাজা স্মৃতিপদক' ২০০৫, ৭. সা'দত আলি আখন্দ সাহত্যি পুরস্কার ২০০৮, ৮. বাংলা একাডমেী পুরস্কার
 
১. সিধু ভাই স্মৃতপিদক ১৯৯৮, ২. দৈনিক জনকন্ঠ গুণীজন সম্মাননা ১৯৯৯, ৩. বরশিাল বভিাগ সমতি, ঢাকা র্কতৃক শক্ষিাক্ষত্রেে বিশেষ অবদানরে জন্য "শ শেরে বাংলা পদক" ২০০০, ৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবজ্ঞিান বিভাগ র্কতৃক গুণীজন সম্মাননা ২০০১, ৫. স্বাধীনতা দিবস পুরস্কার ২০০০, ৬. 'দওেয়ান গোলাম র্মোতাজা স্মৃতিপদক' ২০০৫, ৭. সা'দত আলি আখন্দ সাহত্যি পুরস্কার ২০০৮, ৮. বাংলা একাডমেী পুরস্কার
  
মৃত্যু
+
 
 +
== মৃত্যু ==
 +
 
 
সরদার ফজলুল করিম, ৮৯ বছর বয়সে ২০১৪ সালরে জুন ১৫ তারখিে রাত পৌনে একটা নাগাদ ঢাকার শমরতিা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করনে।
 
সরদার ফজলুল করিম, ৮৯ বছর বয়সে ২০১৪ সালরে জুন ১৫ তারখিে রাত পৌনে একটা নাগাদ ঢাকার শমরতিা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করনে।
  
 +
 +
----
 
তথ্যসূত্র: বাংলা একাডেমী চরিতাভিধান ও উইকিপিডিয়া
 
তথ্যসূত্র: বাংলা একাডেমী চরিতাভিধান ও উইকিপিডিয়া

২২:২৯, ৯ জানুয়ারি ২০১৭ তারিখের সংস্করণ

বরেণ্য দার্শনিক অধ্যাপক সরদার ফজলুল করিম ১৯২৫ সনের ১লা মে উজিরপুর উপজেলার আটিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের স্বনামখ্যাত অধ্যাপক ছিলেন।


শৈশব ও শিক্ষা

বাবা খবরিউদ্দনি সরদার কৃষকিাজ করতনে৷ মা সফুরা বগেম ছলিনে গৃহণিী৷ তাঁরা দুই ভাই তনি বোন৷ সরদার ফজলুল করমিরে শশৈবকাল কটেছেে গ্রাম৷ে ম্যাট্রকিুলশেন শষেে তনিি প্রথম ঢাকা আসনে ১৯৪০ সাল।ে ঢাকায় ১৯৪২ সনে তনিি তার আই.এ. পাঠ সমাপ্ত কর,ে ঢাকা বশ্বিবদ্যিালয়ে র্ভতি হন। ঢাকা বশ্বিবদ্যিালয় থকেে তনিি ১৯৪৫ সনে র্দশনশাস্ত্রে অর্নাস ও ১৯৪৬ সনে এম.এ. ডগ্রিি লাভ করনে।


কর্মজীবন

তিনি ১৯৪৬ সনে দর্শন বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী লাভ করেন এবং বিশ্ববিদ্যালয়ের লেকচারার নিযুক্ত হন। তিনি এক সময় কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। ১৯৪৮ সনে ১১ই মার্চের ভাষা আন্দোলনে তিনি গ্রেফতার হন এবং ১৫ই মার্চ মুক্তি লাভ করেন। ১৯৪৮ সনের ২১শে মার্চ রমনা রেসকোর্স ময়দানে মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে একমাত্র রাষ্ট্র ভাষা ঘোষণা করলে তিনি অন্যান্য ছাত্রদের সাথে প্রতিবাদ করেন। ১৯৪৯ সন হতে ১৯৫৫ সন পর্যন্ত তিনি বন্দী ছিলেন। ১৯৫৪ সনে জেলে থাকাকালে তিনি কমিউনিষ্ট পার্টির প্রার্থী হিসেবে গণপরিষদের সদস্য নির্বাচিত হন। আইয়ুব খানের শাসন আমলে তিনি পুনরায় বন্দী হন। মুক্তিলাভ করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক নিযুক্ত হন। পরে ১৯৬৩ থকেে '৭১ সাল র্পযন্ত বাংলা একাডমেরি সংস্কৃতি বভিাগরে অধ্যক্ষ হসিবেে কাজ করনে। ১৯৭১ সালরে সপ্টেম্বের মাসে তনিি পাকস্তিান হানাদারবাহনিী র্কতৃক গ্রফেতার হন। পরর্বততিে তনিি আবার ঢাকা বশ্বিবদ্যিালয়ে ১৯৭২ থকেে ১৯৮৫ সাল র্পযন্ত শক্ষিক হসিবেে শক্ষিাদান শুরু করনে। ১৯৮৫ সনে তিনি অবসর গ্রহণ করেন।


গ্রন্থ

১. চল্লিশের দশকে ঢাকা, ২. ঢাকা বশ্বিবদ্যিালয় ও অধ্যাপক আব্দুর রাজ্জাক, ৩. রুমীর আম্মা, ৪. নানা কথা, ৫. নানা কথার পররে কথা, ৬.নূহের কিশতী ও অন্যান্য প্রবন্ধ, ৭. গল্পের গল্প

অনুবাদ ১. প্লেটোর রিপাবলিক, ২. প্লেটোর সংলাপ, ৩. এরস্টিোটল-এর পলিটিক্স ৪. এঙ্গলেস্‌-এর এ্যান্টি ডুরিং, ৫. রুশোর- সোশ্যাল কন্ট্রাক্ট, ৬. রুশোর- দি কনফশেনস, ৭. পাঠ-প্রসঙ্গ

অন্যান্য রচনা ১. র্দশনকোষ, ২. শহীদ জ্যোতর্মিয় গুহঠাকুরতা স্মারকগ্রন্থ, ৩. সেই সে কাল


পুরস্কার এবং সম্মাননা

১. সিধু ভাই স্মৃতপিদক ১৯৯৮, ২. দৈনিক জনকন্ঠ গুণীজন সম্মাননা ১৯৯৯, ৩. বরশিাল বভিাগ সমতি, ঢাকা র্কতৃক শক্ষিাক্ষত্রেে বিশেষ অবদানরে জন্য "শ শেরে বাংলা পদক" ২০০০, ৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবজ্ঞিান বিভাগ র্কতৃক গুণীজন সম্মাননা ২০০১, ৫. স্বাধীনতা দিবস পুরস্কার ২০০০, ৬. 'দওেয়ান গোলাম র্মোতাজা স্মৃতিপদক' ২০০৫, ৭. সা'দত আলি আখন্দ সাহত্যি পুরস্কার ২০০৮, ৮. বাংলা একাডমেী পুরস্কার


মৃত্যু

সরদার ফজলুল করিম, ৮৯ বছর বয়সে ২০১৪ সালরে জুন ১৫ তারখিে রাত পৌনে একটা নাগাদ ঢাকার শমরতিা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করনে।



তথ্যসূত্র: বাংলা একাডেমী চরিতাভিধান ও উইকিপিডিয়া