সপ্তক

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:২৫, ১৯ অক্টোবর ২০২০ পর্যন্ত সংস্করণে ("১৯৩৭ সালে ব্রজমোহন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শ্রীসুধ..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

১৯৩৭ সালে ব্রজমোহন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শ্রীসুধাংশু কুমার রায়চৌধুরী এবং সুধীর ঘোষের স¤পাদনায় সাপ্তাহিক ‘সপ্তক’ নামে একটি সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়। ‘সপ্তক’-এর আড্ডা ছিল তৎকালীন কাঠপট্টি রোডের চৌধুরী রেস্টুরেন্টে। ৪-৫-১৯৪০ সংখ্যায় মে দিবস স¤পর্কে লেখার জন্য ২৪-৫-১৯৪০ তারিখে বাখরগঞ্জের জেলা শাসকের মাধ্যমে পত্রিকাটিকে সতর্ক করে দেয়া হয় । এ পত্রিকাটি স¤পর্কে বাংলা ১৩৪৪ সনের ফাল্গুন সংখ্যা ‘ব্রহ্মবাদী’ লিখেছে : ‘সপ্তক’ নামে সাপ্তাহিক অঙ্গে নূতন একখানি পত্রিকা বাহির হইতেছে। তাহার ৮ সংখ্যাই আমাদের হস্তগত হইয়াছে। ইহার স¤পাদকীয় ভার নিয়াছেন পরম প্রীতিভাজন সাহিত্য প্রতিভা স¤পন্ন শ্রীযুক্ত সুধাংশু চৌধুরী এম. এ.। পত্রিকার উদ্দেশ্য, লেখার বৈশিষ্ট্য, সাপ্তাহিকের নূতনত্ব প্রভৃতি বিষয়ে আরো কিছুদিন গেলে প্রকাশ করিবার ইচ্ছা রহিল। এখন এই মাত্র বলি, সম্যক দর্শী এবং নিরপেক্ষ একখানি উদার ভাবের সত্যান্বেষী সাপ্তাহিকের প্রয়োজন এখানে আছে। আশা করি সপ্তক সেই পথেরই পথিক হইবেন। এজন্য ইহার স্থায়িত্ব ও মঙ্গল কামনা করি।’


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি। ২০০১।