সত্য প্রকাশ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১১:৫৯, ৫ অক্টোবর ২০২০ পর্যন্ত সংস্করণে ("‘সত্য প্রকাশ’ বরিশাল থেকে প্রকাশিত চতুর্থ পত্রিকা। ১৮৭১..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

‘সত্য প্রকাশ’ বরিশাল থেকে প্রকাশিত চতুর্থ পত্রিকা। ১৮৭১ সালে ঈশ্বরচন্দ্র কর এর সম্পাদনায় প্রকাশিত হয় পাক্ষিক সত্য প্রকাশ। বরিশালের এক সময়ে স্বনামধন্য সাংবাদিক শ্রী দুর্গামোহন সেন অভিমত ব্যক্ত করেছেন যে, পত্রিকাটি বাংলা ১২৭৮ সনে (১৮৭১) প্রকাশিত হয়েছিল। মুনতাসীর মামুন মনে করেন এটি ১৮৭৪ সালে বরিশালের বানারীপাড়া থেকে প্রকাশিত হয় এবং ১৮৭৫ সালে এটি দ্বি-মাসিকে পরিণত হয়। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যাায়ের মতে এর প্রকাশ কাল ১৮৭৪ (পৌষ ১২৮১)।

‘পরিমল বাহিনী’, ‘বরিশাল বার্তাবহ’, এবং ‘সত্যপ্রকাশ’ তিনটি পত্রিকার কাল নির্ণয়ের ক্ষেত্রেই মুনতাসীর মামুন ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মত অনুসরণ করেছেন বলে মনে হয়।


তথ্যসূত্র: তপংকর চক্রবর্তী। বরিশালের সংবাদ ও সাময়িকপত্র। বাংলা একাডেমি। ২০০১।