সত্যরঞ্জন বকসি

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২২:৪৬, ১৪ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("সত্যরঞ্জন বকসির জন্ম ১৪ জুলাই ১৮৯৭ সালে বরিশালে। মৃত্যু..." দিয়ে পাতা তৈরি)

সত্যরঞ্জন বকসির জন্ম ১৪ জুলাই ১৮৯৭ সালে বরিশালে। মৃত্যু তারিখ ৮ জানুয়ারি ১৯৮৩।

তিনি ছিলেন স্বাধীনতা সংগামী, নেতাজি সুভাষচন্দ্রের ঘনিষ্ঠ সহযোগী ও সাংবাদিক। শিক্ষা ঢাকা এবং কলকাতায়। ১৯১৯ খৃস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম.এ. পাশ করেন। ১৯২৩ খৃস্টাব্দে দেশবন্ধুর ‘ফরওয়ার্ড’ কাগজের সহ-সম্পাদক হিসাবে সাংবাদিক জীবনের শুরু। ১৯২৬খ্রি.ওই কাগজের সম্পাদক হন। ১৯২৯ খৃস্টাব্দে দেশদ্রোহিতার অভিযোগে ইংরেজ সরকার তাঁকে কারারুদ্ধ করে। ১৯৩০ খৃস্টাব্দে মুক্তি পেয়ে ‘লিবার্টি’ কাগজে যোগ দেন। ‘লিবার্টি’ বন্ধ হয়ে গেলে যথাক্রমে ‘অ্যাডভান্স’ ও ‘ শরৎচন্দ্র বসুর ‘নেশন’ কাগজে সম্পাদক হিসাবে কাজ করেন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান