সওগাতুল আলম সগীর, এস. এম.

Barisalpedia থেকে

এসএম সওগাতুল আলম সগীর ১৯৪১ সালে মঠবাড়িয়া উপজেলা গুলিসাখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোসলেহউদ্দিন আহমদ এবং মাতা আমেনা বেগম। তাঁর দাদা আজাহার উদ্দিন আহমেদ বঙ্গীয় আইনসভার এমএলএ ছিলেন। তাঁর চাচা আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মহিউদ্দিন আহমেদ। এসএম সওগাতুল আলম সগীর জিকে ইউনিয়ন স্কুল থেকে মেট্রিক এবং বিএম কলেজ থেকে আইএসসি পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্রবিজ্ঞানে ১৯৬২ সালে অনার্সসহ এমএ পাস করেন। তিনি ছাত্রলীগের নেতা ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইকবাল (বর্তমান জহিরুল হক) হলের ভিপি ছিলেন। তিনি মঠবাড়িয়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের প্রতিষ্ঠাতা। ১৯৭০ সালে তিনি এমপিএ নির্বাচিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে তিনি ভারতের বশিরহাটের আমলী ক্যাম্পের দায়িত্বে ছিলেন। ১৯৭৩ সালের ২ জানুয়ারি তাঁকে মঠবাড়িয়ায় গুলি করে হত্যা করা হয়। তাঁর স্ত্রী মাহমুদ সওগাত ১৯৯৬-২০০১ সালে মহিলা আসনে সংসদ সদস্য ছিলেন। তাঁদের একপুত্র, এক কন্যা।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।