"শ রোড"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("বরিশাল শহরের নাজিরের পুল থেকে আমানতগঞ্জের দিক রাস্তাটির..." দিয়ে পাতা তৈরি)
 
 
১ নং লাইন: ১ নং লাইন:
বরিশাল শহরের নাজিরের পুল থেকে আমানতগঞ্জের দিক রাস্তাটির নাম স্ব রোড। ১৮৪৫ খৃৃস্টাব্দে মি. শ’ (Shaw) খন্ডকালীন জেলা ম্যাজিষ্ট্রেট ছিলেন। মিঃ শ’ বরিশালে কয়েকটি রাস্তা মেরামত করেন এবং এই রাস্তাটি নির্মাণ করেন।তাঁর নামানুসারে এর নাম হয় শ রোড। কিন্তু এই ইতিহাস অবলোপন করে বর্তমানে উক্ত রাস্তাটিকে দুঃখজনকভাবে স্বরোড বলা হয়, অথচ বলা উচিত শ’ রোড।
+
বরিশাল শহরের নাজিরের পুল থেকে আমানতগঞ্জের দিক রাস্তাটির নাম স্ব রোড। ১৮৪৫ খৃৃস্টাব্দে মি. শ’ (Shaw) বরিশালে খন্ডকালীন জেলা ম্যাজিষ্ট্রেট ছিলেন। মিঃ শ’ বরিশালে কয়েকটি রাস্তা মেরামত করেন এবং এই রাস্তাটি নির্মাণ করেন।তাঁর নামানুসারে এর নাম হয় শ রোড। কিন্তু এই ইতিহাস অবলোপন করে বর্তমানে উক্ত রাস্তাটিকে দুঃখজনকভাবে স্বরোড বলা হয়, অথচ বলা উচিত শ’ রোড।
  
  
 
----
 
----
 
তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।
 
তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।

০৫:২০, ১০ এপ্রিল ২০১৮ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

বরিশাল শহরের নাজিরের পুল থেকে আমানতগঞ্জের দিক রাস্তাটির নাম স্ব রোড। ১৮৪৫ খৃৃস্টাব্দে মি. শ’ (Shaw) বরিশালে খন্ডকালীন জেলা ম্যাজিষ্ট্রেট ছিলেন। মিঃ শ’ বরিশালে কয়েকটি রাস্তা মেরামত করেন এবং এই রাস্তাটি নির্মাণ করেন।তাঁর নামানুসারে এর নাম হয় শ রোড। কিন্তু এই ইতিহাস অবলোপন করে বর্তমানে উক্ত রাস্তাটিকে দুঃখজনকভাবে স্বরোড বলা হয়, অথচ বলা উচিত শ’ রোড।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।