শ্রীরামপুরের মিয়া পরিবার

Barisalpedia থেকে

পটুয়াখালীর শ্রীরামপুরের মিয়াদের পূর্বপুরুষ শ্রী শিবন মজুমদার মুর্শিদকুলী খানের খাজাঞ্চি ছিলেন। তিনি পটুয়াখালী জেলার শ্রীরামপুরে ভূমি লাভ করে বসতি স্থাপন করেন। তার পুত্র কালে খাঁ ১৭৮৫ খৃৃস্টাব্দে চন্দ্রদ্বীপের রাজা উদয়নারায়ণের নিকট হতে পটুয়াখালী শহরের কালিকাপুর বন্দোবস্ত নেন। তার নামানুসারে কালিকাপুরের নাম হয়েছে। তার পৌত্র বুরুম খান ১৮১০ খৃৃস্টাব্দে শ্রীরামপুরে একটি পুল নির্মাণ করেন। পুলটিতে বাংলায় ‘বুরুম খাঁ ১২১৭ বঃঅঃ” লেখা আছে। শ্রীরামপুর মিয়াদের তালুক পরবর্তীতে নিলামে বিক্রি হয়ে যায়। শিবন মজুমদারের এক ভাই তার সাথে পটুয়াখালী চলে আসে। তারা হিন্দু ধর্মে থেকে যায়। কিন্তু অন্য হিন্দুরা তাদের দীর্ঘদিন ধরে সমাজচ্যুত করে রাখে। পটুয়াখালীর মুরাদিয়ার মজুমদাররা তাদের বংশধর।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (প্রথম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।