শ্রীমঙ্গল বৌদ্ধবিহার, কুয়াকাটা

Barisalpedia থেকে

পুটয়াখালী জেলার কুয়াকাটায় কুয়াকাটার নামকরণ হয়েছে যে কুয়ার কারণে সেই কুয়ার সামনে রয়েছ একটি বৌদ্ধবিহার যার নাম শ্রীমঙ্গল বৌদ্ধবিহার। কাঠের তৈরি এই মন্দির কয়েক বছর আগে ভেঙে দালান তৈরি করা হয়েছে। তবে মন্দিরের মধ্যে এখনো রয়েছে প্রায় ৩৭ মণ ওজনের অষ্টধাতুর তৈরি প্রাচীন এক বুদ্ধ মূর্তি। ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডর ও ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলার তাণ্ডবে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীরে জার্মান দূতাবাসের সহযোগিতায় এর সংস্কার কাজ সম্পন্ন হয়।


তথ্যসূত্র: কুয়াকাটা অনন্যা পটুয়াখালী সাগরকন্যা। জেলা প্রশাসন পটুয়াখালী। ২০২০।