শেফালী রায়

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:৪৬, ১৪ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("শেফালী রায় একজন লেখিকা ও মণিপুরি নৃত্যের একজন প্রবক্তা..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

শেফালী রায় একজন লেখিকা ও মণিপুরি নৃত্যের একজন প্রবক্তা। তাঁর জন্ম ১৯০৪ সালে এবং মৃত্যু ২.৮.১৯৮০ তারিখে।

স্বামী বরিশালের বিজয় কুমার রায়। ইম্পিরিয়াল ফরেস্ট সার্ভিসের ক্যাডার স্বামীর সঙ্গে তিনি মাদ্রাজ প্রদেশে গিয়ে সেখানে তামিল তেলেগু ভাষা শিখে শেখানকার সাংস্কৃতিক কার্যকলাপের সঙ্গে নিজেকে যুক্ত করেন। ওই যুগে সাইকেল ও মোটর চালনা শেখেন। ছিলেন। ছোটোদের জন্য ‘শিকার কাহিনী’ নামে একটি মজাদার গ্রন্থ রচনা করেন। স্বামীর সঙ্গে বিদেশ ভ্রমণে গিয়ে তাঁরা যৌথভাবে রচনা করেন ‘সাত সমুদ্রের পাড়ে’। তৎকালীন ভাইসরয় দ্বারা তিনি করোনেশন ও কাইজার-ই-হিন্দ পদকে সম্মানিত হন।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।