"শেখ শাহ্ খুদগীর"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("১৭ শতকে ফকির শেখ শাহ্ খুদগীর আরব থেকে ইসলাম প্রচারের জন্য..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

১০:২৯, ২৪ অক্টোবর ২০১৭ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

১৭ শতকে ফকির শেখ শাহ্ খুদগীর আরব থেকে ইসলাম প্রচারের জন্য ঢাকা হয়ে ফরিদপুরে আসেন। তিনি ফরিদপুরের পাতবাইল ও পাইতলেদি মসজিদ নির্মাণ করেন। তারপর তিনি ঝালকাঠি থানার রাজপাশা গ্রামে বসতি স্থাপন করেন। রাজপাশা গ্রামে তিনি জান্নাতবাসী হন। এখানে তার মাজার ও দীঘি আছে। মাজার পাথর দিয়ে বাঁধানো এবং পাথরে ফার্সী লেখা আছে। তার বংশধরদের নামানুসারে শেখেরহাটের নামকরণ হয়েছে। তিনি হজরত আবু বকরের (রাঃ) বংশধর ছিলেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।