শুভ গুহঠাকুরতা

Barisalpedia থেকে

ত্রৈমাসিক রবীন্দ্রসংগীত-সম্মেলন ধারার প্রতিষ্ঠাতা শুভ গুহঠাকুরতার (১০.৭.১৯১৮ - ১.১.১৯৮৯) আদি নিবাস বানারিপাড়া।

বিদ্যাসাগর কলেজের ছাত্র। ছাত্রাবস্থাতেই রবীন্দ্র-সংগীতের প্রতি আকৃষ্ট হন। পরে শান্তিনিকেতনের সঙ্গে যোগসূত্রে তা গভীরতর হয়। প্রতিষ্ঠানগতভাবে রবীন্দ্রসংগীত শিক্ষাদানের জন্য ১৯৪১ খ্রিস্টাব্দে কলকাতায় ‘গীতবিতান’ প্রতিষ্ঠা করেন। কলকাতা বেতার কেন্দ্রের রবীন্দ্রসংগীতশিল্পী ছিলেন। ১৯৪৮ খ্রিস্টাব্দে ‘গীতবিতান’ ছেড়ে তিনি ‘দক্ষিণী’ নামে নতুন এক প্রতিষ্ঠান গড়ে তোলেন। তাঁর উদ্যোগে উচ্চাঙ্গসংগীত- সম্মেলনের আদর্শে ত্রৈমাসিক রবীন্দ্রসংগীত-সম্মেলনের সূচনা হয়। ‘প্রকৃতির কবি রবীন্দ্রনাথ’, ‘প্রণাম’ প্রভৃতি কয়েকটি তথ্যচিত্রে তিনি সংগীত পরিচালনা করেন। তাঁর লেখা পাঠ্যগ্রন্থ ‘রবীন্দ্র-সংগীতের ধারা’।



তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান