শুক্লা বন্দ্যোপাধ্যায়

Barisalpedia থেকে

বিশিষ্ট শিল্পী ও মঞ্চাভিনেত্রী শুক্লা বন্দ্যোপাধ্যায়ের (৯.১১.১৯৩৮ - ২০.৯.২০০৩) মূল নিবাস বরিশাল। পিতা সুধীররঞ্জন দাস।

প্রথম জীবনে মণিশঙ্করের কাছে নৃত্যশিক্ষা করেছেন। আই.এ. পাশ। শক্তি নাগের নির্দেশনায় ‘চিত্রাঙ্গদা’ ও ‘শ্যামা’য় মুখ্য ভূমিকায় তাঁর নৃত্যাভিনয় প্রশংসিত হয়। কিছুদিন রঙমহল থিয়েটারে ও দলবিযুক্ত শিল্পী হিসেবে একাধিক গ্রুপ থিয়েটারে অভিনয় করেন। বিভিন্ন মঞ্চে অভিনীত তাঁর উল্লেখযোগ্য নাটক ‘উল্কা’, ‘কবি’, ‘সাহেব বিবি গোলাম’, ‘জনঅরণ্য’, ‘ডিরেজিয়ো’, ‘চতুরঙ্গ’ প্রভৃতি। বেতারের সঙ্গে যুক্ত ছিলেন, ১৯৯৮ খ্রিস্টাব্দে অবসর নেন।



তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান