শিবানন্দ সরস্বতী

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:০০, ১৪ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("মহারাজ শিবাননন্দ সরস্বতী যোগ চিকিৎসা পদ্ধতির একজন বিশিষ..." দিয়ে পাতা তৈরি)

মহারাজ শিবাননন্দ সরস্বতী যোগ চিকিৎসা পদ্ধতির একজন বিশিষ্ট প-িত। বলা হয় তিনি ছিলেন যোগচিকিৎসার পথপ্রদর্শক। তাঁর জন্ম ৪ জুলাই ১৯০০ সালে বরিশালের বাঘলপাড়া গ্রামে মর্মে সংসদ চরিতাভিধানে উল্লিখিত আছে, তবে ‘বাঘলপাড়া’ নামে কোনো গ্রাম বর্তমান বরিশালের ভূগোলে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর মৃত্যু ৭ অক্টোবর ১৯৭৯।

১২ বছর বয়সে গৃহত্যাগ করে অসম বঙ্গীয় সারস্বত মঠের প্রতিষ্ঠাতা নিগমানন্দ সরস্বতীর কাছে ব্রহ্মচর্যব্রতে দীক্ষিত হন। দীর্ঘ তপস্যার পর জনহিতার্থে ১৯২৯ খৃস্টাব্দে কামাখ্যায় উমাচল যোগাশ্রম প্রতিষ্ঠা করে (বর্তমানের শিবানন্দ মঠ ও যোগাশ্রম সংঘ) যোগবিদ্যার বিষয়ে বিজ্ঞানভিত্তিক গবেষণা করেন। তিনি ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশের সরকার ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক আমন্ত্রিত হয়ে দর্শন, ভারতীয় যোগ চিকিৎসাপদ্ধতি প্রচার করেন। তাঁর প্রতিষ্ঠিত সংস্থা বর্তমানে ভারত সরকার কর্তৃক যোগ-গবেষণাকেন্দ্ররূপে স্বীকৃত। রচিত গ্রন্থ: ‘যোগবলে রোগ আরোগ্য’, ‘খাদ্যনীতি ও পশুপালনবিধি’, ‘সহজ যৌগিক ব্যায়াম বিধি’, ‘প্রণায়াম ও নেতিধৌত’, ‘আসনচিত্র’ প্রভৃতি। সম্পাদিত পত্রিকা ‘ত্রৈমাসিক যোগেশ্বর’।



তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান