শিবপুর মসজিদ, বাকেরগঞ্জ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৬:৫৩, ২৩ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("সতেরো শতকের পলাশি যুদ্ধ পরবর্তী সময়ে মীর তকী নামে একজন স..." দিয়ে পাতা তৈরি)

সতেরো শতকের পলাশি যুদ্ধ পরবর্তী সময়ে মীর তকী নামে একজন সাধু পুরুষ উত্তর ভারত থেকে এসে বাখরগঞ্জ অঞ্চলের শিবপুরে বসতি স্থাপন করে ইসলাম ধর্ম প্রচারে আত্মনিয়োগ করেন। এই সময়ে তিনি তার বসত বাড়ি সংলগ্ন স্থানে তিনটি মসজিদ নির্মান করেন। মীর তকী প্রতিষ্ঠিত মসজিদ তিনটির দুইটি বর্তমানে বিলুপ্তির পথে। সংস্কারকৃত মসজিদটি এবং তার বসতবাড়ি ঐ অঞ্চলে ইসলাম প্রচারের নিদর্শণ ন্বরূপ দর্শনীয় স্থান হিসেবে ইতিহাসের বিষয়বস্তুতে পরিণত হয়েছে।



তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।