শিবপুরের তালুকদার ফ্রেরাফেলডা আলজোস

Barisalpedia থেকে

বুজুর্গ উমেদপুর পরগণায় তালুক পার্ডিয়ান বা শিবপুর তালুক সমৃদ্ধিশালী ছিল। বাকেরগঞ্জ হতে ৫ মাইল দূরে শ্রীমন্তপুর খালের তীরে শিবপুর অবস্থিত। বুজুর্গ উমেদপুরের জমিদার রাজবল্লভ বান্ডেল থেকে কয়েকজন পর্তুগীজ খ্রিস্টান বারেকগঞ্জের শিবপুরে নিয়ে আসেন। তিনি প্রথমে ৪ জন খ্রিষ্টানকে এই তালুকে কয়েকটি হাওলা প্রদান করেন। তাদের মধ্যে বিবাদ হলে ধর্মযাজক ফ্রেরাফেলডা আলজোসকে হাওলাগুলো একটি তালুক করে তার তত্ত্বাবধায়ক নিয়োগ করা হয়। ১৭৬৪ খ্রিস্টাব্দের বাংলা ১১৭১ সনের ৯ পৌষ তাদের শিবপুর তালুক পাট্টা দেয়া হয়। তালুকের আয় গির্জা রক্ষণে ব্যয় হতো।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।