শিবনারায়ণ রায়

Barisalpedia থেকে

বিশিষ্ট প্রাবন্ধিক ও মানবতাবাদী চিন্তাবিদ শিবনারায়ণ রায়ের (২০.১.১৯২১ - ২৬.২.২০০৮) জন্ম কলকাতায়, তবে আদি নিবাস পিরোজপুরের রায়েরকাঠি গ্রামে। তিনি রায়েরকাঠির রাজাদের বংশধর। চিরাচরিত হিন্দু আচারনিষ্ঠ পরিবারে জন্মগ্রহণ করেও তিনি আমৃত্যু ঘোষিত নাস্তিক ছিলেন।

১৯৪২ খ্রিস্টাব্দে রেজিনা গুহ স্বর্ণপদক নিয়ে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম.এ. পাশ করেন। ১৯৪৫ খ্রিস্টাব্দে সিটি কলেজে অধ্যাপনা শুরু। পনেরো বছর এখানে কাজ করে ১৯৬০ খ্রিস্টাব্দে তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসেবে তৎকালীন বোম্বাই বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। ১৯৬৩ খ্রিস্টাব্দে ‘ভারতবিদ্যা’ বিভাগের প্রধান হিসেবে অধ্যাপনা করার জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে কাজে যোগ দেন। ১৯৮১ খ্রিস্টাব্দে সেখান থেকে অবসর নেওয়ার সময় তিনি ছিলেন ভারততত্ত্ব বিভাগের চেয়ারম্যান। দেশে ফেরার পর তিনি বিশ্বভারতীর রবীন্দ্রভবনের অধ্যক্ষ হন। পরে দীর্ঘদিন রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৪৬ খ্রিস্টাব্দে তাঁর আলাপ হয় বিপ্লবী মানবেন্দ্রনাথ রায়ের সঙ্গে। এর পর আমৃত্যু তিনি মানবেন্দ্রনাথের ভাবাদর্শে বিশ্বাসী ছিলেন। নাস্তিক্য, যুক্তিবাদ, বুদ্ধির মুক্তি ও মানবতাবাদের সপক্ষে তিনি সক্রিয় ছিলেন। একাধিক কর্মকান্ডে মত প্রকাশের স্বাধীনতার জন্য প্রতিবাদ করেছেন। বুদ্ধদেব বসু, অমিয় চক্রবর্তী-সহ সমকালীন বাংলা সাহিত্যের উজ্জ্বল ব্যক্তিদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল। তিনি বিশিষ্ট রসবেত্তা হয়ে ওঠেন রবীন্দ্রচর্চাতেও। তাঁর সম্পাদিত ত্রৈমাসিক ‘জিজ্ঞাসা’ পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক ছিলেন। তিনি ছিলেন কলকাতার র‌্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্থার প্রাণপুরুষ। কলকাতা ও শান্তিনিকেতনের পূর্বপল্লি- দু’জায়গাতেই বাস করতেন। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয় শান্তিনিকেতনে। চিকিৎসাশাস্ত্রে ব্যবহারের জন্য দেহদান করায় শান্তিনিকেতন থেকে কলকাতার এস.এস.কে.এম. হাসপাতালে তাঁর মরদেহ সমর্পণ করা হয। তাঁর রচিত গ্রন্থাবলির মধ্যে উল্লেখযোগ্য: ‘রবীন্দ্রনাথ, শেক্সপীয়র ও নক্ষত্রসংকেত’, ‘¯্রােতের বিরুদ্ধে’, ‘খাড়াইয়ের দিকে’, ‘গণতন্দ্র, সংস্কৃতি ও অবক্ষয়’, ‘মৌমাছিতন্ত্র’, ‘রেনেসাঁস’, ‘লাটিম থেকে লাটাই’, ‘মাইকেল! মাইকেল!’, ‘কথারা তোমার মন’, ‘প্রবন্ধ সংগ্রহ’। এ ছাড়া তাঁর বিপ্লবী মানবেন্দ্রনাথ রায়ের জীবনী রচনা ও তাঁর নির্বাচিত রচনা সম্পাদনা - ‘Selected works of M.N. Roy' বিশেষ উল্লেখযোগ্য।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।