শাহ চেরাগ আলম

Barisalpedia থেকে

হজরত শাহ্ চেরাগ আলম ১৭ শতকে বাকলায় ইসলাম ধর্ম প্রচার করেন। প্রবাদ আছে শাহ্ চেরাগ আলম বাঘের পিঠে চড়ে এবং সর্পকে হাতের লাঠি বানিয়ে এ অঞ্চলে আসেন। তিনি নলছিটি থানার বিহঙ্গলে বসতি স্থাপন করেন। দিল্লীর বাদশাহ তার আধ্যাত্মিক শক্তির কথা শুনে মাজারের জন্য ৩৬০ বিঘা ভূমি লাখেরাজ প্রদান করেন। তিনি বিহঙ্গলে একটি মসজিদ নির্মাণ ও দীঘি খনন করেন। মাজারে একখন্ড পাথর আছে। পাথর খন্ডের উপর নাকি কোরান শরীফ ভেসে মাজারে পৌঁছেছিল। মাজারকে কেন্দ্র করে বিহঙ্গলের কাজী পরিবার, চাচৈরের সৈয়দ, নাটিমসারের লস্কর ও মানপাশার সরদার বংশ এ অঞ্চলে বসতি স্থাপন করে। বিহঙ্গলের কাজী পরিবার লাখেরাজ সম্পত্তি ভোগ করত। তারা মোগল যুগে খুব প্রতাপশালী ছিলেন। মাজারে প্রত্যেক বছর উরস অনুষ্ঠিত হয়।



তথ্যসূত্র: সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ২০১০।