শান্তি রায়

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৭:৫৪, ১৯ এপ্রিল ২০১৯ পর্যন্ত সংস্করণে ("নকশালবাড়ি কৃষক সংগ্রামে সহায়ক কমিটির অন্যতম প্রধান সং..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

নকশালবাড়ি কৃষক সংগ্রামে সহায়ক কমিটির অন্যতম প্রধান সংগঠক শান্তি রায়ের (৪.৯.১৯২৭- ২৩.৪.২০০২) মূল নিবাস উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে রায়ভদ্রাদি গ্রাম। পিতা আশুতোষ রায়।

শান্তি ছাত্রজীবনেই রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত হন। বঙ্গবাসী কলেজ থেকে বি.এসসি পাশ করে দু-বছর ডাক্তারি পড়েছিলেন। ১৯৫২ খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯৬৪ খ্রিস্টাব্দে পার্টি বিভক্ত হলে সি.পি.আই. (এম.)-এ যোগ দেন। নকশালবাড়ি কৃষক সংগ্রামের সমর্থনে কলকাতায় কনভেনশন করেছেন। নকশালবাড়ি কৃষক সংগ্রামে সহায়ক কমিটির অন্যতম প্রধান সংগঠক ছিলেন। ‘কষ্টিপাথর’ পত্রিকা প্রকাশে সাহায্য করেছেন। ১৯৭১ খ্রিস্টাব্দে তিনি পার্টি থেকে বহিস্কৃত হন। উদ্বান্তু পুর্নবাসন আন্দোলন, সাম্প্রদায়িক দাঙ্গাবিরোধ ও জাতয়ি সংহতি ও সম্প্রীতি রক্ষা আন্দোলন, গণ-আন্দোলনের রাষ্ট্রীয় সমন্বয় (এন.এ.পি.এম.) প্রভৃতি বিভিন্ন সংস্থা ও আন্দোলনে আমৃত্যু নিজেকে যুক্ত রেখেছিলেন।



তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান (২য় খন্ড)।