শান্তিরঞ্জন পালিত

Barisalpedia থেকে

ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্স এর ফিজিক্যাল কেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক। জন্ম ২৪ মার্চ ১৯১২। মৃত্যু ১৩ সেপ্টেম্বর ১৯৮১। জন্মস্থান ঝালকাঠি সদর থানার গাবখান গ্রাম। পিতা নরনারায়ণ পালিত।

কলকাতা ট্রেনিং অ্যাকাডেমি থেকে আই.এসসি, স্কটিশ চার্চ কলেজ থেকে রসায়নশাস্ত্রে প্রথম শ্রেণিতে বি.এসসি. এবং কৃতিত্বের সঙ্গে এম.এসসি. পরীক্ষায় ১৯৩৩ খৃস্টাব্দে উত্তীর্ণ হন। তখন আইন অমান্য আন্দোলন চলছে। দু-বছর তিনি কোনো চাকরি পাননি। বিদ্যাসাগর কলেজের লেকচারার হিসাবে তাঁর কর্মজীবন শুরু। ১৯৩৮ খৃস্টাব্দে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসাবে রাঁচির ল্যাক রিসার্চ ইনস্টিটিউটে যোগ দেন। এখানে কর্মরত অবস্থায় তিনি প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপ পান এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডি.এসসি. ডিগ্রি লাভ করেন। ১৯৪৫ খৃস্টাব্দে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক বছরের মতো গবেষণা করেন। দেশে ফিরে ১৯৪৭ খৃস্টাব্দে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্স ফিজিক্যাল কেমিস্ট্রি বিভাগের প্রফেসর ও প্রধানপদে নিযুক্ত হন। ১৯৭৫ খৃস্টাব্দে অবসরগ্রহণের পর এমেরিটাস প্রফেসর হিসাবে আমৃত্যু এই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। ফিজিক্যাল/ পলিমার কেমিস্ট্রি নিয়ে তাঁর গবেষণা বিশেষ উলে¬খযোগ্য। তাঁর বহুখ্যাত গ্রন্থ ‘এলিমেন্টারি ফিজিক্যাল কেমিস্ট্রি’ ছাড়াও তিনি পাঠ্যপুস্তক ‘প্র্যাকটিক্যাল ফিজিক্যাল কেমিস্ট্রি’ লিখেছেন।


তথ্যসূত্র: বাঙালি চরিতাভিধান (প্রথম খন্ড)। কোলকাতা: সাহিত্য সংসদ। ২০১৩।