শশীকুমার তর্কতীর্থ

Barisalpedia থেকে

গৈলা কবীন্দ্র কলেজের প্রধান অধ্যাপক। জন্মতারিখ অজ্ঞাত। মৃত্যু ১৯৪৮। জন্মস্থান ঝালকাঠি সদর থানার গাবখান গ্রাম। পিতা বৈকুন্ঠচন্দ্র ভট্টাচার্য।

পাঠশালার শিক্ষা শেষ করে মাতুল চন্দ্রকান্ত তর্কালঙ্কারের কাছে কলাপ ব্যাকরণ পড়ে ‘ব্যাকরণতীর্থ’ উপাধি লাভ করেন। মহামাহোপাধ্যায় কামাখ্যানাথ তর্কবাগীশের কাছে ন্যায় শাস্ত্র অধ্যায়ন করে ‘তর্কতীর্থ’ উপাধি পান। ব্যুৎপত্তিবাদের গদাধরী টীকার উপর টীকা করেন। মহামহোপাধ্যায় দুর্গাচরণ সাংখ্যবেদান্ততীর্থের কাছে সাংখ্য ও বেদান্তশাস্ত্র অধ্যয়ন করেন। কলাপ ব্যকরণের উপর একটি টীকাও রচনা করেছিলেন। ‘দক্ষযজ্ঞ মহাকাব্য’ নামে একখানি গ্রন্থ রচনা করেন। বরিশাল জেলার গৈলা গ্রামের কবীন্দ্র কলেজে কিছুদিন প্রধান অধ্যাপক হিসাবে নিযুক্ত ছিলেন। পরে স্বগ্রামে ‘দর্শন চতুষ্পাঠী’ নামে একটি চতুষ্পাঠী খোলেন। বঙ্গীয় সংস্কৃত অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন। ইনি প্রথম জীবন থেকেই ছিলেন অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন। বরিশাল জেলায় যে ক-জন নমশূদ্র ছাত্র কাব্যতীর্থ পাশ করেছেন, সকলেই তাঁর ছাত্র।


তথ্যসূত্র: বাঙালি চরিতাভিধান (প্রথম খন্ড)। কোলকাতা: সাহিত্য সংসদ। ২০১৩।