শশিভূষণ ভট্টাচার্য

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৯:২৬, ৭ জুলাই ২০২০ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

উজিরপুরের বারপাইকার অতীতের বিখ্যাত শিক্ষাবিদদের মধ্যে শশিভূষণ ভট্টচার্য এক উজ্জ্বল নাম। তিনি এখানকার বিখ্যাত পÐিত শুকদেব তর্র্কালঙ্কারের ভাই আনন্দিরামের বংশধর। তাঁর পিতা ছিলেন ন্যায়শাস্ত্রে অদ্বিতীয় খ্যাতিসম্পন্ন পন্ডিত তারিণীচরণ শিরোমণি। পুত্র শশিভূষণ ভট্টচার্য উনবিংশ শতকের শেষ দিকে সংস্কৃতে এম.এ ডিগ্রি অর্জন করেন। তিনি ইংরেজি ভাষার সুপন্ডিতও ছিলেন। উনবিংশ শতকের শেষভাগে তিনি বহরমপুর কলেজের সংস্কৃতের অধ্যাপক ছিলেন।


তথ্যউৎস: বাকলা। রোহিনীকুমার সেন।