শরৎ কুমার ঘোষ

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৬:১২, ৩ মে ২০১৬ পর্যন্ত সংস্করণে ("শরৎ কুমার ঘোষ ব্রজমোহন বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অসহযোগ..." দিয়ে পাতা তৈরি)

শরৎ কুমার ঘোষ ব্রজমোহন বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অসহযোগ আন্দোলনের সময় তিনি বরিশালের রাজনৈতিক মঞ্চে একজন প্রতিভাবান বক্তা ও কংগ্রেস জননেতা হিসেবে পরিচিতি লাভ করেন। তার বক্তৃতা গ্রামে গ্রামেগঞ্জে আলোড়ন সৃষ্টি করে। ১৯২১ সনে তাকে ইংরেজ সরকার গ্রেফতার করে। তিনি ছিলেন মহাত্মা গান্ধীর স্বরাজের অন্যতম প্রবক্তা। ১৯২৩ সনে শরৎ কুমার ঘোষ কংগ্রেস থেকে বেরিয়ে এসে স্বরাজ সেবক সংঘ স্থাপন করেন। ১৯২৭ সনে শরৎ কুমার ঘোষ সন্যাস গ্রহণ করেন এবং পুরুষোত্তমানন্দ অবদূত নাম গ্রহণ করেন। তিনি ১৯৩০ সনে লবন আন্দোলন এবং ১৯৪২ সনে ভারত ছাড় আন্দোলনে গ্রেফতার হন। ১৯৪৩ সনে মুক্তি লাভ করে তিনি কলকাতায় চলে যান এবং ‘উজ্জ্বল ভারত’ মাসিক পত্রিকায় নিজের মতবাদ প্রচার করেন। তিনি ১৯৫৭ সনে (১৩৬৪ সাল ১৮ই চৈত্র) কলকাতায় দেহ ত্যাগ করেন।


তথ্যসূত্র: রফিকুল ইসলাম। বরিশাল দর্পণ। ঢাকা ১৯৯০।