শর্ষিনার যুদ্ধ, পিরোজপুর

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৬:৪৭, ২৩ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("শর্ষিনার পীর শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ পাকিস্তানের পক..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

শর্ষিনার পীর শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ পাকিস্তানের পক্ষ সমর্থন করেন। আর মাদ্রাসারয় পাকসেনা, রাজকার ও বদর বাহিনী ছিল। মাদ্রাসার ছাত্রদের নিয়ে বদর বাহিনী গঠন হয়। পাক বাহিনীর শক্ত ঘাঁটি শর্ষিনা হতে তারা গ্রামে আক্রমণ চালাতো। ২৫ নভেম্বর মতি কাজীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা শর্ষিনার পীর সাহেবের বাড়ি ও মাদ্রাসা আক্রমণ করে। দুদিন ধরে যুদ্ধ চলে। এ যুদ্ধে কাজী মতিয়ুর রহমান (মতি কাজী) জাফর, হারুন-অর-রশীদ, মন্টু শহীদ হন। আত্মীয়-স্বজনের অনুরোধ সত্ত্বেও পীর সাহেব শহীদদের লাশ ফেরত দেয়নি। কাজী মতিয়ুর রহমান চাখার কলেজের ছাত্র। তিনি বাকপুরের কাজী মোশারেফ হোসেনর পুত্র।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।