শম্ভুচন্দ্র বাচস্পতি

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৭:২৬, ৬ জুলাই ২০২০ পর্যন্ত সংস্করণে ("এ গ্রামের শম্ভুচন্দ্র বাচসপতি কলকাতা সংস্কৃত কলেজের বেদ..." দিয়ে পাতা তৈরি)

এ গ্রামের শম্ভুচন্দ্র বাচসপতি কলকাতা সংস্কৃত কলেজের বেদান্ত দর্শনের প্রধান শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি ছিল উজিরপুরের বারপাইকা গ্রামে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ছাত্র ছিলেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।