"শঙ্কু মহারাজ"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("বাংলা সাহিত্যে সুপরিচিত ভ্রমণ কাহিনিকার শঙ্কু মহারাজের..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

০৬:৫৯, ১৯ এপ্রিল ২০১৯ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

বাংলা সাহিত্যে সুপরিচিত ভ্রমণ কাহিনিকার শঙ্কু মহারাজের (৭.৩.১৯৩১ - ১৮.১০.২০০৪) জন্ম বানারীপাড়ার গাভা গ্রামে। আসল নাম জ্যোতির্ময় ঘোষ দস্তিদার। পিতা হরিপদ ঘোষ দস্তিদার।

ব্রজমোহন স্কুল ও কলেজে শঙ্কু মহারাজ পড়াশোনা করেছেন। দেশভাগের পর কলকাতায় আসেন। ¯œাতক বঙ্গবাসী কলেজ থেকে। ১৯৫১ থেকে ১৯৬০ খ্রিস্টাব্দে সওদাগিরি অফিসে চাকরি। ১৯৬০-১৯৮৮ খ্রিস্টাব্দে সরকারি চাকরি করেন। ১৯৯০-১৯৯৬ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ ভ্রমণ উন্নয়ন নিগমের মনোনীত সদস্য ছিলেন। হিমালয়কে অবলম্বন করে তাঁর ভ্রমণ কাহিনি রচনার শুরু। ১৯৬১ খ্রিস্টাব্দে প্রথম ভ্রমণবৃত্তান্ত ‘বিগলিত করুণা জাহ্নবী যমুনা’ প্রকাশিত হয। তাঁর উল্লেখযোগ্য রচনা: ‘পঞ্চপ্রয়াগ’, ‘মধু বৃন্দাবনে’ (৩ খন্ড), ‘হিমালয়’ (৫ খন্ড), ‘অমরাবতী আসাম’, ‘অমরতীর্থ অমরনাথ’, ‘তমসার তীরে তীরে’, ‘গজমতী গোয়া’ ‘দেশের মাটি’, ‘বুদ্ধং শরণং গচ্ছামি’।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান (২য় খন্ড)।