শঙ্কর সেনগুপ্ত

Barisalpedia থেকে

বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক ও লেখক শঙ্কর সেনগুপ্তের জন্ম (১৯৩৩-১৫.১০.১৯৮৯) ঝালকাঠি উপজেলার কেওড়া গ্রামে। তাঁর পিতা ইংরেজি শিক্ষক সুরেন্দ্রনাথ; মাতা সতীরানি।

শঙ্কর সেনগুপ্ত মাত্র তেরো বছর বয়সেই উত্তীর্ণ হন প্রবেশিকা পরীক্ষায়। দেশভাগের পর আসেন কলকাতায়। চার ভাই-বোনকে নিয়ে কিছুদিন শিয়ালদহ স্টেশনে কাটান। পড়াশোনার পাশাপাশি কাজ নেন ছাপাখানায়। ১৯৫০ খ্রিস্টাব্দে যোগ দেন সাংবাদিকতায়। ‘কেশরী’, ‘শনিবারের চিঠি’, ‘দৈনিক শান্তিদূত’, ‘জন্মভূমি’ প্রভৃতি পত্রপত্রিকায় কাজ করতে গিয়েই আচার্য সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের সান্নিধ্যে এসে আকৃষ্ট হন ভারতীয় লোকসংস্কৃতির প্রতি। বাংলা ও ইংরেজি ভাষায় ভারতীয় লোকসংস্কৃতির ওপর একের-পর-এক বই তিনি লিখতে থাকেন। প্রকাশ করেন আন্তর্জাতিক মানের লোকসংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা ‘ফোকলোর’ (১৯৫৬)। ১৯৬৫ খ্রিস্টাব্দে তাঁর প্রথম গবেষণা গন্থ’ ফোকলোরিস্ট অফ বেঙ্গল’ প্রকাশিত হয়। ইউরোপ ও এশিয়ার ফোকলোর কনফারেন্সে ভারতের প্রতিনিধিত্ব করেন। বার্লিন বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডক্টরেট প্রদান করেন ১৯৬৯ খ্রিস্টাব্দে। ১৯৭১ খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার তাঁর ‘এ স্টাডি অফ উওমেন অফ বেঙ্গল’ গ্রন্থটির জন্য তাঁকে রবীন্দ্র পুরস্কার দেয়। মৌলিক গবেষণা গ্রন্থ রচনা করেছেন ১৯টি, সম্পাদনা করেছেন ২৩টি।


তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান (২য় খন্ড)।