লোকনাথ ন্যায়পঞ্চানন

Barisalpedia থেকে

সুকবি লোকনাথ পূর্ববঙ্গের সর্বশ্রেষ্ঠ নৈয়ায়িক। জীবনকাল ঊনবিংশ শতাব্দী। জন্মস্থান নলচিড়া, বাখরগঞ্জ মর্মে সংসদ বাঙালি চরিতাভিধানে লিখিত আছে। কিন্তু বাখরগঞ্জ থানায় নলচিড়া নামে কোনো গ্রাম নেই বিধায় অনুমিত হয় যে, উক্ত বাখরগঞ্জ বলতে বাকেরগঞ্জ অর্থাৎ বরিশাল জেলা বোঝানো হয়েছে। এতদনুযায়ী বলা যায় লোকনাথ ন্যায়পঞ্চাননের জন্মস্থান বরিশাল জেলার গৌরনদী থানাধীন নলচিড়া গ্রামে। শঙ্কর তর্কবাগীশের ছাত্র সুকবি লোকনাথ পূর্ববঙ্গের সর্বশ্রেষ্ঠ নৈয়ায়িক ছিলেন। বাকলার জগন্নাথ পঞ্চাননের সময় নলচিড়া ‘নিম্নবদ্বীপ’ নামে বিখ্যাত হয়েছিল। লোকনাথ ন্যায়পঞ্চাননের ছাত্রদের মধ্যে বাকলা উজিরপুরের ‘দেবাংশু’ পণ্ডিত গৌরনাথ তর্কবাগীশ, নড়াইলের রতন রায়ের সভাপণ্ডিত কাশীনাথ তর্কপঞ্চানন, স্মার্তপ্রবর পার্বতীনাথ তর্কসিদ্ধান্তের নাম উল্লেখযোগ্য।


তথ্যসূত্র: বাঙালি চরিতাভিধান (প্রথম খন্ড)। কোলকাতা: সাহিত্য সংসদ। ২০১৩।