"লালরাম চৌধুরী"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("লালরাম চৌধুরী শাহবাজপুরের জমিদার ছিলেন। বাঙ্গেশ চৌধুরী..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

১২:০৭, ৩১ অক্টোবর ২০১৭ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

লালরাম চৌধুরী শাহবাজপুরের জমিদার ছিলেন। বাঙ্গেশ চৌধুরীর অভিযোগ মতে তিনি মিঃ পিটের সুপ্রীমকোর্টের কাছারি ধ্বঙস ও লুট করেছিলেন। এই অভিযোগে দরখাস্তকারীর লালরাম চৌধুরী এবং তার গোমস্তাকে গ্রেফতার করে জেলখানায় রাখা হয়েছিল। পিটের অত্যাচারে ক্ষিপ্ত হয়ে লালরাম জমিদারের কাছারি আক্রমণ করেছিলেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।