"লালমোহন থানা সংগ্রাম কমিটি ১৯৭১"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("৭ মার্চের ভাষণের পর ডা. আজাহার উদ্দিন বরিশাল থেকে এসে লাল..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

০৬:৩১, ২৩ মার্চ ২০১৬ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

৭ মার্চের ভাষণের পর ডা. আজাহার উদ্দিন বরিশাল থেকে এসে লালমোহন থানা সংগ্রাম কমিটি গঠন করেন। কমিটি নিম্নরূপ: ১. ডা. আজাহার উদ্দিন এমএনএ সভাপতি; ২. মোতাহার উদ্দিন মাস্টার, সহ-সভাপতি; ৩. হাজী মোখলেসুর রহমান, সেক্রেটারী; ৪. আবু মিয়া সওদাগর কোষাধ্যক্ষ;৫. মোজাফফর তালুকদার, সদস্য; ৬. হাবিবুর রহমান মিয়া, সদস্য; ৭. সোলায়মান হাওলাদার, সদস্য; ৮. গিয়াসউদ্দিন আহমদ সদস্য আবু সায়েদ, সদস্য; ৯. হাসু হাওলাদার সদস্য।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।