লালমোহন উপজেলা

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০২:৩৬, ৩ মে ২০১৯ পর্যন্ত সংস্করণে ("থানাটি গঠিত হয়েছে ১৯১৯ সালে। ১৯৭৪ সালের আদমশুমারির তথ্..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

থানাটি গঠিত হয়েছে ১৯১৯ সালে। ১৯৭৪ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী ভোলার ৭টি থানার একটি লালমোহন। ১৫/৪/১৯৮৩ তারিখে থানাটি উপজেলায় উন্নীত হয়।

উপজেলার বিখ্যাত ব্যক্তিগণ

১. মোতাহার উদ্দিন আহমেদ (১ জানুয়ারি ১৯৩২ - ১০ জানুয়ারি ১৯৭৪), রাজনীতিবিদ; ১৯৭০ সালে এমপিএ; ১৯৭৩ সালে এমপি; গ্রাম: গজারিয়া, পশ্চিম চরউমেদ।

উপজেলার ঐতিহাসিক ঘটনা

১. গুরুচৌকা খালের যুদ্ধ, ১৯৭১। ২. লালমোহন থানা দখল যুদ্ধ, ১৯৭১।

লালমোহন উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

১. মুক্তিযোদ্ধা আবু সাঈদ। ২. তানসেন মিয়া, দেবীরচর; কুতবা গ্রামে যুদ্ধে শহীদ। ৩. হাবিলদার নুরুল ইসলাম, লালমোহন; চট্টগ্রাম কালুরঘাটে যুদ্ধে শহীদ। ৪. আবু সুফিয়ান ধলী, গোরিনগর। ৫. ইপিআর রফিকুল ইসলাম, বাদরেরচর; যশোরে শহীদ। ৬. মকবুল খন্দকার, চরভুতা; থানা আক্রমণের সময় নিহত। ৭. মনোরঞ্জন পাল, লালমোহন। ৮. আবদুর রশীদ, বাইয়াচ। ৯. আবুল হোসেন, পশ্চিম চরউমেদ। ১০. আবদুল কাদের, দেবীরচর। ১১. পরান বল্লভ, গজারিয়া। ১২. সিরাজুল হক, গজারিয়া বাজার।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।