লাবণ্যপ্রভা দাশগুপ্ত
স্বাধীনতা সংগ্রামী। জন্ম ১৯০৩। মৃত্যু ২১ ফেব্রুয়ারি ১৯৮৪। জন্মস্থান পটুয়াখালী। পিতা বসন্তকুমার মজুমদার। পিতার মৃত্যুর পর ঢাকা বলধিয়া গ্রামে মাতুলালয়ে থাকার সময় অতীন্দ্রনাথ সেনগুপ্ত এবং বিপ্লবী লীলা নাগের সংস্পর্শে এসে রাজনীতিতে অনুপ্রাণিত হন। ১৬ বছর বয়সে বিবাহ হলেও ছ-মাস বাদে বিধবা হয়ে মাতুলালয়ে ফিরে আসেন। ১৯২৮ খৃস্টাব্দে লীলা নাগের স্কুলে ভর্তি হয়ে পড়াশোনা এবং দেশের কাজে উৎসাহিত হন। ১৯৩৪ খৃস্টাব্দে দশম শ্রেণিতে পড়ার সময় রাজবন্দি হয়ে চার বছর আটক থাকেন। পুনরায় ১৯৪২ খৃস্টাব্দের আন্দোলনে গ্রেপ্তার হয়ে ১৯৪৫ খৃস্টাব্দে মুক্তি পান। এর মধ্যে তিনি ম্যাট্রিক পাশ করেন। দেশবিভাগের পর তদানীন্তন পূর্ব পাকিস্তানে থেকে যান। সেখানে ইন্ডিয়ান হাই কমিশনারের অফিসে কাজ করতেন। পরবর্তীতে কলকাতার নিকটবর্তী সোদপুরে মৃত্যু।
তথ্যসূত্র: বাঙালি চরিতাভিধান (প্রথম খন্ড)। কোলকাতা: সাহিত্য সংসদ। ২০১৩।