লাখুটিয়া

Barisalpedia থেকে

বরিশাল কোতয়ালি থানায় লাখুটিয়া গ্রাম অবস্থিত। এক সময় গ্রামটি জঙ্গলাবৃত ছিল এবং লাখ লাখ টিয়া বাস করত। তাই এর নাম হয়েছে লাখুটিয়া। ১৬০২ খৃৃস্টাব্দে চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্রের স্ত্রী রানী বিমলা শাসী এখানে দীঘি খনন করান। ঘনশ্যাম রায় চন্দ্রদ্বীপ রাজাদের নিকট থেকে ভূমি লাভ করে লাখুটিয়ায় ১৮ শতকে বসতি স্থাপন করেন। তার পৌত্র রাজচন্দ্র রায় বরিশালে আইন ব্যবসা করে আরও জমিদারী বৃদ্ধি করেন। তার চেষ্টায় বরিশাল হতে লাখুটিয়া পর্যন্ত কাটা খাল খনন করা হয়। তিনি বরিশাল- লাখুটিয়া সড়ক নির্মাণ করেন। তার পুত্র বিহারী লাল ও রাখাল রায় বরিশাল শহরে তাদের পিতার নামে রাজচন্দ্র কলেজ প্রতিষ্ঠা করেন। রাজচন্দ্রের কনিষ্ঠ পুত্র প্যারীলাল রায় ১৮৮০ খৃৃস্টাব্দে ব্যারিষ্টারি পাস করে কলকাতায় আইন ব্যবসা শুরু করেন। রাখাল রায়ের পুত্র দেবকুমার রায় চৌধুরী একজন বিখ্যাত কবি ছিলেন। তাঁদেরই বংশধর বর্তমানে ভারতের বিখ্যাত লেখিকা অরুন্ধতী রায়। একদার সমৃদ্ধিশালী লাখুটিয়া আজ অতীতের ইতিহাস। এখানে এক সময় এক মাসব্যাপী রাস পূর্ণিমা মেল বসত।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।