"লাখুটিয়ার জমিদারবাড়ি, বরিশাল"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("বরিশাল শহর থেকে সামান্য উত্তরে অবস্থিত রয়েছে লাখুটিয়া..." দিয়ে পাতা তৈরি)
 
 
১ নং লাইন: ১ নং লাইন:
 
বরিশাল শহর থেকে সামান্য উত্তরে অবস্থিত রয়েছে লাখুটিয়া জমিদারবাড়ির ধ্বংসাবশেষ। রাজা রাজচন্দ্র রায় কর্তৃক উনিশ শতকের মধ্যভাগে লাখুটিয়ায় এই বাড়িটি  নির্মিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের দুই ভ্রাতুষ্পুত্রী বিয়ে হয়েছিল এই পরিবারে। সে সুবাদে রবীন্দ্রনাথ এই বাড়িতে একাধিকবার আতিথ্য গ্রহণ করেছিলেন। তাছাড়া তৎকালীন সময়ে  দেবকুমার রায়ের নেতৃত্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের যে সম্মেলন বরিশালে আহ্বান করা হয়েছিলো সেই সাহিত্যসভার বিশেষ অতিথি হিসেবে রবীন্দ্রনাথ বরিশাল আসলে সেবারও তাঁর পদার্পন ঘটেছিলো এই বাড়িতে। বাড়ির প্রবেশ পথের দক্ষিণে কয়েকটি স্মৃতিসৌধের অস্তিত্ব আজো বিদ্যমান। এর দক্ষিণ পার্শ্বে রয়েছে বিখ্যাত বৌরাণীর দীঘি।  
 
বরিশাল শহর থেকে সামান্য উত্তরে অবস্থিত রয়েছে লাখুটিয়া জমিদারবাড়ির ধ্বংসাবশেষ। রাজা রাজচন্দ্র রায় কর্তৃক উনিশ শতকের মধ্যভাগে লাখুটিয়ায় এই বাড়িটি  নির্মিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের দুই ভ্রাতুষ্পুত্রী বিয়ে হয়েছিল এই পরিবারে। সে সুবাদে রবীন্দ্রনাথ এই বাড়িতে একাধিকবার আতিথ্য গ্রহণ করেছিলেন। তাছাড়া তৎকালীন সময়ে  দেবকুমার রায়ের নেতৃত্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের যে সম্মেলন বরিশালে আহ্বান করা হয়েছিলো সেই সাহিত্যসভার বিশেষ অতিথি হিসেবে রবীন্দ্রনাথ বরিশাল আসলে সেবারও তাঁর পদার্পন ঘটেছিলো এই বাড়িতে। বাড়ির প্রবেশ পথের দক্ষিণে কয়েকটি স্মৃতিসৌধের অস্তিত্ব আজো বিদ্যমান। এর দক্ষিণ পার্শ্বে রয়েছে বিখ্যাত বৌরাণীর দীঘি।  
+
[[চিত্র:Image 42.jpg]]
  
 
----
 
----
  
 
তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।
 
তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।

১৩:০৪, ২৩ মার্চ ২০১৬ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

বরিশাল শহর থেকে সামান্য উত্তরে অবস্থিত রয়েছে লাখুটিয়া জমিদারবাড়ির ধ্বংসাবশেষ। রাজা রাজচন্দ্র রায় কর্তৃক উনিশ শতকের মধ্যভাগে লাখুটিয়ায় এই বাড়িটি নির্মিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের দুই ভ্রাতুষ্পুত্রী বিয়ে হয়েছিল এই পরিবারে। সে সুবাদে রবীন্দ্রনাথ এই বাড়িতে একাধিকবার আতিথ্য গ্রহণ করেছিলেন। তাছাড়া তৎকালীন সময়ে দেবকুমার রায়ের নেতৃত্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের যে সম্মেলন বরিশালে আহ্বান করা হয়েছিলো সেই সাহিত্যসভার বিশেষ অতিথি হিসেবে রবীন্দ্রনাথ বরিশাল আসলে সেবারও তাঁর পদার্পন ঘটেছিলো এই বাড়িতে। বাড়ির প্রবেশ পথের দক্ষিণে কয়েকটি স্মৃতিসৌধের অস্তিত্ব আজো বিদ্যমান। এর দক্ষিণ পার্শ্বে রয়েছে বিখ্যাত বৌরাণীর দীঘি। Image 42.jpg


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।