লাউকাঠি মন্দির, পটুয়াখালি সদর

Barisalpedia থেকে

বর্তমানের পটুয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র পুরান বাজার এলাকায় কলসকাঠির জমিদার পরিবার প্রতিষ্ঠিত আরো একটি প্রাচীন মন্দিরের কথা জানা যায়। লাউকাঠির এই মন্দির স্থাপন সম্পর্কে বলা হয়ে থাকে যে, লাউকাঠিতে সর্বপ্রথম আবাদ শুরু হওয়াকালীন সময়ে একটি শালগ্রাম উত্থিত হয়। কলসকাঠির জমিদার জানকী বল্লভ এই শালগ্রাম চক্র লাউকাঠিতে প্রতিষ্ঠা করে পুজার ব্যবন্থা করেন। সম্পূর্ণ নুতন আঙ্গিকে সংস্কার করার পর বর্তমান পটুয়াখালীর কেন্দ্রস্থলে অবস্থিত এই মন্দিরটি প্রাচীনত্ব হারিয়ে ফেলেছে।


তথ্যসূত্র: সাইফুল আহসান বুলবুল। বৃহত্তর বরিশালের ঐতিহাসিক নিদর্শন। গতিধারা, ঢাকা। ২০১২।