ললিত কুমার বল

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০৬:২৭, ২৩ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("রায়সাহেব ললিত কুমার বল বরিশাল বারের উকিল ছিলেন। ভান্ডা..." দিয়ে পাতা তৈরি)

রায়সাহেব ললিত কুমার বল বরিশাল বারের উকিল ছিলেন। ভান্ডারিয়ার শিয়ালকাঠি গ্রামে তার জন্ম। তিনি শেরেবাংলার সাথে প্রজা আন্দোলনে যোগ দেন। তিনি প্রাদেশিক আইসভার সদস্য ছিলেন। ১৯৭১ সালে পাকসেনারা তাঁকে মঠবাড়িয়ায় হত্যা করে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।