লক্ষ্মী সেন

Barisalpedia থেকে

বিশিষ্ট সি.পি.আই. (এম) নেতা লক্ষ্মী সেনের (৩১.১.১৯২০ - ১৬.২.২০০১) জন্ম বর্তমান গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে।

বরিশালেই প্রবেশিকা পরীক্ষা পাশ করেন। শৈশব ও কৈশোর কেটেছে অত্যন্ত দারিদ্র্যের মধ্যে। দেশভাগের পর গোটা পরিবার হাতিবাগানে এসে আশ্রয় গ্রহণ করে। সেই সময় ওষুধ কারখানায় কাজ করার পাশাপাশি তিনি যুক্ত হয়ে পড়েন উদ্বাস্তু আন্দোলনের সঙ্গে। পরে বিপ্লবী গণেশ ঘোষের সংস্পর্শে এসে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। ১৯৬২ খ্রিস্টাব্দে থেকে ১৯৬৬ খ্রিস্টাব্দে কারারুদ্ধ ছিলেন। জেলে থাকাকালীন তিনি ১৯৬৫ খ্রিস্টাব্দে কলকাতা পৌরসভার নির্বাচনে জিতে পৌরপিতা নির্বাচিত হন। ১৯৬৭ খ্রিস্টাব্দে বেলগাছিয়া (পশ্চিম) কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন। এই একই কেন্দ্র থেকে ১৯৬৯, ১৯৭১ এবং ১৯৭৭ খ্রিস্টাব্দে তিনি নির্বাচিত হয়েছিলেন। মাঝে ১৯৭২ খ্রিস্টাব্দ থেকে ১৯৭৭ খ্রিস্টাব্দে পাড়া ছাড়া ছিলেন। ১৯৬৪ খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টি ভাগের পর তিনি সি.সি.আই.(এম.)-এর কলকাতা জেলা কমিটির সদস্য হন। রাজ্য কমিটির সদস্য হন ১৯৭১ খ্রিস্টাব্দে । ১৯৯৮ খ্রিস্টাব্দ পর্যন্ত সদস্য ছিলেন রাজ্য কমিটির।



তথ্যসূত্র: সংসদ বাঙালি চরিতাভিধান।