রায়েরকাঠির সিদ্ধেশ্বরী মূর্তি

Barisalpedia থেকে

মদন মোহনের প্রপৌত্র রুদ্র নারায়ণ রায়েরকাঠি গ্রাম আবাদ করার সময় কালীদেবী বা সিদ্ধেশ্বরীর একটি মূর্তি পান এবং ১৬৪১ খ্রিঃ তিনি মন্দির নির্মাণ করে মূর্তিটি স্থাপন করেন। রায়েরকাঠি জমিদার বাড়িতে মূর্তিটি এখনও পূজিত হচ্ছে। রুদ্র নারায়ণের পৌত্র শত্রুজিত ঝালকাঠী থানার মঠবাড়ী গ্রামে দীঘি খনন করার সময় শিবমূর্তি প্রাপ্ত হন। মূর্তিটি বর্তমানে কীর্তিপাশার জমিদার বাড়িতে পূজিত হচ্ছে। সূর্যপুত্র-রেবন্তের মূর্তি- বরিশালের চাচৈরপাশা গ্রামে কৃষ্ণ পাথরের সূর্যপুত্র-রেবন্তের মূর্তি পাওয়া যায়। মূর্তিটি বাংলাদেশ জাতীয় জাদুঘর রক্ষিত আছে।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।