রামসিদ্ধি

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০১:০৩, ৪ আগস্ট ২০২০ পর্যন্ত সংস্করণে ("গৌরনদী থানার রামসিদ্ধি ঐতিহাসিক স্থান। ১২২৫ খৃৃস্টাব্দ..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

গৌরনদী থানার রামসিদ্ধি ঐতিহাসিক স্থান। ১২২৫ খৃৃস্টাব্দে বিশ্বরূপ সেনের তা¤্রলিপি রামসিদ্ধি নামে উল্লেখ আছে। এ গ্রামে চার গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদ আছে। কথিত আছে, এ মসজিদের নির্মাতা ছবি খান। এ গ্রামের পাশের গ্রাম বাঙ্গালা। বিশ্বরূপ সেনের তাম্রলিপিতে বাঙ্গালাবাদের উল্লেখ আছে। বাঙ্গালাবাদ ও বঙ্গিলা এক স্থান হবে মর্মে অনুমিত হয়।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।