"রামনাথ ভট্টাচার্য"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("নলছিটি উপজেলার মানপাশা গ্রামের এক বিখ্যাত পণ্ডিত রামনাথ..." দিয়ে পাতা তৈরি)
 
(কোন পার্থক্য নেই)

০৯:৩৭, ৭ জুলাই ২০২০ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ

নলছিটি উপজেলার মানপাশা গ্রামের এক বিখ্যাত পণ্ডিত রামনাথ ভট্টাচার্য। মানপাশার ভট্টাচার্য বংশের রামনাথ সার্বভৌম একজন অসাধারণ নৈয়ায়িক পন্ডিত ছিলেন; তাঁর পান্ডিত্য তাঁকে এদেশের সর্বত্র পরিচিত করে তুলেছিল। ত্রিবেণির সুবিখ্যাত পন্ডিত জগন্নাথ তর্কপঞ্চাননের নিকট তিনি ন্যায়শাস্ত্র শিক্ষা করেন, এবং স্বীয় ক্ষমতাবলে তর্কপঞ্চানন মহাশয়ের অতীব প্রিয়পাত্র হয়েছিলেন। জগন্নাথ রামনাথকে পুত্রবৎ স্নেহ করতেন এবং যাতে রামনাথ বিভিন্ন স্থানে পরিচিত হতে পারেন সেই জন্য তিনি যথেষ্ট চেষ্টা করেছিলেন। ক্রমে ক্রমে মহারাজ নন্দকুমার রামনাথের বিদ্যাবুদ্ধি ও অসাধারণ শক্তিতে আকৃষ্ট হয়ে তাঁকে এই জেলার ‘পন্ডিত-জজ’ নিযুক্ত করেছিলেন। ফয়রা গ্রামেরভূম্যধিকারী বিজয়রাম রায় তাঁকে মানপাশায় আনয়ন করেন। রামনাথ সেই স্থানে বাস করিতে আরম্ভ করেন। তখন থেকে তাঁর বংশধরগণ মানপাশায় অবস্থিতি করছেন।

রামনাথের বংশধরগণ সকলেই কৃতীপুরুষ। তাঁর পৌত্র কালীপ্রসাদ তর্কসিদ্ধান্ত একজন প্রবীণ পন্ডিত ছিলেন। তৎপুত্র কমল ন্যায়পঞ্চানন ও তাঁর বংশধর নারায়ণ তর্কপঞ্চানন বাকলার বিখ্যাত পন্ডিত। কলিকাতার সিটি কলেজের সংস্কৃতের অধ্যাপক পন্ডিত বরদাকান্ত বিদ্যারতœ রামনাথ সার্বভৌমের তিনপুরুষ অধস্তন। ইনি সংস্কৃত ও ইংরেজি ভাষায় সুপন্ডিত ও বাকরগঞ্জের সর্বত্র পরিচিত।



তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।