রাজার হাউলি

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:১৭, ২৮ জুলাই ২০১৭ পর্যন্ত সংস্করণে ("এটি বানারীপাড়ার চাখার ইউনিয়নের একটি স্থানের নাম। এই ন..." দিয়ে পাতা তৈরি)

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

এটি বানারীপাড়ার চাখার ইউনিয়নের একটি স্থানের নাম। এই নামকরণের পিছনে একটি ইতিহাস রয়েছে

নবাব আলিবর্দী খানের সময় আগা বাকের খাঁ বাকলা-চন্দ্রদ্বীপে প্রতাপশালী ব্যক্তি ছিলেন। আগা বাকেরের শ্যালক মেহেদী ও শরফুদ্দীন মজুমদার নবাবের পক্ষে বাকলা সরকারের অধীনস্থ সকল জমিদারের রাজস্ব আদায় করতেন। মজুমদার ভ্রাতৃদ্বয়ের সাথে উদয় নারায়ণের বিরোধ ছিল। তারা রাজস্ব না দেয়ার অভিযোগে উদয় নারায়ণকে রাজ্যচ্যুত করেন এবং তাকে বন্দী করে চাখারে নিয়ে যান। তাকে যেখানে বন্দী করে রাখা হয় সে স্থান রাজার হাউলী নামে পরিচিত। চাখার থেকে তাকে নবাবের নিকট প্রেরণ করেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (প্রথম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০