রাজাপুর উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণ

Barisalpedia থেকে

রাজাপুর উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাগণের আপাত অসম্পূর্ণ তালিকা- ১. মোহাম্মদ ইয়াকুব আলী, সাতুরিয়া মিয়াবাড়ী, শের-এ-বাংলার একান্ত সচিব, ঢাকায় নিহত। ২. আবুল কালাম বাবুল গালুয়া এমকম ছাত্র, মুক্তিযুদ্ধে অস্ত্রসহ ধরা পড়ে রাজাপুর থানায় অকথ্য নির্যাতন করে হত্যা করা হয়। ৩. ইপিআর কাজী আবুল হোসেন, সাতুরিয়া, যশোরে নিহত। ৪. সিপাহী মোহাম্মদ হারুন-অর-রশীদ, মনোহরপুর, ১ নভেম্বর বানারিপাড়া যুদ্ধে শহীদ। ৫. শেখররঞ্জন বিশ্বাস, বিকম ছাত্র, মনোহরপুর। ৬. শ্যামলাল হালদার, ছাত্র, কানুনিয়া। ৭. প্রিয়নাথ এতবর, তারাবুনিয়া। ৮. আশ্রাব আলী হাওলাদার, আদাখোলা। ৯. সূর্যকান্ত সমাদ্দার, নৈকাটি। ১০. নির্মলচন্দ্র দে, ছাত্র, রাজাপুর। ১১. নিখিলরঞ্জন দাস, ছাত্র, রাজাপুর। ১২. লালমোন বিবি, শুক্তাগড়। ১৩. পুতুলচন্দ্র দত্ত, মনোহরপুর। ১৪. কার্তিকচন্দ্র দত্ত, মনোহরপুর। ১৫. ঊষাকান্ত বিশ্বাস, নৈকাঠি। ১৬. কালীপদ, নৈকাঠি। ১৭. মফাজ্জেল হোসেন সাঙ্গর। ১৮. আবদুর রহমান গাজী, বড় কৈবর্তখালী। ১৯. এসমাইল খাঁ, তারাবুনিয়া। ২০. রহমান খান, তারাবুনিয়া। ২১. আবদুর রাজ্জাক, সাঙ্গর, থানা সংঘর্ষে নিহত। ২২. আবদুর রশীদ সরদার, চানকাটি। ২৩. নেছার উদ্দীন হাওলাদার, সাংগর। ২৪. আবদুল মান্নান হাওলাদার, নৈকাঠি। ২৫. চন্দ্র শেখর বিশ্বাস, মনোহরপুর। ২৬. সিপাহী হারুন অর রশীদ, ১ নভেম্বর বানারিপাড়া থানা যুদ্ধে শহীদ। ২৭. ফিরোজ কবীর, স্যাকরাইল; ১৩ নভেম্বর দরগাবাড়ির পুলের নিচে যুদ্ধে শহীদ। ২৮. আবুল হোসেন তালুকদার, মনোহরপুর।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।