রাজচন্দ্র রায়চৌধুরী

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২০:৪৭, ৯ জুন ২০১৮ পর্যন্ত সংস্করণে

(পরিবর্তন) ←পুর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ→ (পরিবর্তন)

লাখুটিয়ার জমিদার পরিবারের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব রাজচন্দ্র রায়চৌধুরী। ঘনশ্যাম রায়ের পৌত্র রাজচন্দ্র রায়চৌধুরী ১৭৯৭ খৃৃস্টাব্দে জন্মগ্রহণ করেন। রাজচন্দ্র রায় ১৯ শতকের প্রথম ভাগে বরিশালে আইন ব্যবসা করতেন। তিনি সংস্কৃত ও ফার্সী ভাষায় পণ্ডিত ছিলেন। তিনি প্রথম জীবনে পুলিশ বিভাগে চাকরি করতেন। পুলিশি চাকরি পরিত্যাগ করে তিনি আইন ব্যবসা করেন। তিনি আজিমপুর পরগণার অংশ ও কয়েকটি তালুক ক্রয় করেন। তিনি ১৮৬০ খৃৃস্টাব্দে বরিশাল হতে লাখুটিয়ায় খাল খনন ও রাস্তা নির্মাণ করেন। এ খাল কাটাখাল বা কাটাখালী নামে পরিচিত। তিনি বাড়িতে কয়েকটি সুরম্য দালান ও মন্দির নির্মাণ করেন। বাড়ির সামনে তিনি একটি দীঘি খনন ও রাসমেলা প্রতিষ্ঠা করেন। রাসমেলা এক মাস ধরে চলত। কোম্পানি আমলে তিনি বরিশালের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।