রাজচন্দ্র রায়চৌধুরী

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ২০:৪৬, ৯ জুন ২০১৮ পর্যন্ত সংস্করণে ("এই বংশের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব রাজচন্দ্র রায়চৌধুর..." দিয়ে পাতা তৈরি)

এই বংশের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্ব রাজচন্দ্র রায়চৌধুরী। ঘনশ্যাম রায়ের পৌত্র রাজচন্দ্র রায়চৌধুরী ১৭৯৭ খৃৃস্টাব্দে জন্মগ্রহণ করেন। রাজচন্দ্র রায় ১৯ শতকের প্রথম ভাগে বরিশালে আইন ব্যবসা করতেন। তিনি সংস্কৃত ও ফার্সী ভাষায় প-িত ছিলেন। তিনি প্রথম জীবনে পুলিশ বিভাগে চাকরি করতেন। পুলিশি চাকরি পরিত্যাগ করে তিনি আইন ব্যবসা করেন। তিনি আজিমপুর পরগণার অংশ ও কয়েকটি তালুক ক্রয় করেন। তিনি ১৮৬০ খৃৃস্টাব্দে বরিশাল হতে লাখুটিয়ায় খাল খনন ও রাস্তা নির্মাণ করেন। এ খাল কাটাখাল বা কাটাখালী নামে পরিচিত। তিনি বাড়িতে কয়েকটি সুরম্য দালান ও মন্দির নির্মাণ করেন। বাড়ির সামনে তিনি একটি দীঘি খনন ও রাসমেলা প্রতিষ্ঠা করেন। রাসমেলা এক মাস ধরে চলত। কোম্পানি আমলে তিনি বরিশালের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।