রাখালচন্দ্র দাস
Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ০১:১৪, ১৪ জুলাই ২০১৬ পর্যন্ত সংস্করণে ("ওরফে রাখালরানি। যাত্রাভিনেতা। জন্ম ১৯১৩। মৃত্যু ৩০ নভেম..." দিয়ে পাতা তৈরি)
ওরফে রাখালরানি। যাত্রাভিনেতা। জন্ম ১৯১৩। মৃত্যু ৩০ নভেম্বর ১৯৮৪। জন্মস্থান বাইসারী, বানারীপাড়া। পিতা প্রসন্নকুমার দাস। তিরিশের দশকে যাত্রাদলে যোগ দেন। মহিলা চরিত্রে অভিনয়ের জন্য একদা তিনি যাত্রাজগতে ‘স্টারের মর্যাদা’ পেতেন। ‘রাখালরানি’ নামটা সে সময়ে গ্রহণ করেন। বিভিন্ন পালায় দুশোরও বেশি চরিত্রে নারীর ভূমিকায় অভিনয় করেছেন। এক সময় ‘নারায়ণ অপেরা’ নামে দল গঠন করেন। ১৯৭৩ খৃস্টাব্দে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার কর্তৃক সংবর্ধিত হন।
তথ্যসূত্র: বাঙালি চরিতাভিধান (প্রথম খন্ড)। কোলকাতা: সাহিত্য সংসদ। ২০১৩।