রহমতপুর
Barisalpedia থেকে
বাবুগঞ্জ থানাধীন রহমতপুর সুলতানী আমল থেকে উন্নত জনপদ ছিল। এ অঞ্চলে পাঠানদের বাস ছিল। তাদের নেতা ছিলেন রহমত খান। চন্দ্রদ্বীপের রাজা কন্দর্পনারায়ণের সাথে তার সংঘর্ষ হয়। যুদ্ধে রহমত খান নিহত হন। তার নামানুসারে রহমতপুর নামকরণ হয়। রহমত খাঁর বংশধর আব্দুল ওহাব খান। ১৯৩৭ খৃৃস্টাব্দে নির্বাচনে বঙ্গীয় আইনসভার এমএলএ নির্বাচিত হন। পাকিস্তান আমলে তিনি জাতীয় পরিষদের স্পীকার ছিলেন।
রহমতপুরের জমিদারদের পূর্বপুরুষ নারায়ণ চক্রবর্তী চন্দ্রদ্বীপ রাজার দেওয়ান ছিলেন। পূর্বে লোকজন বরিশাল থেকে লাখুটিয়া হয়ে রহমতপুর পর্যন্ত ঘোড়ার গাড়িতে যাতায়াত করত। পরে বাস সার্ভিস চালু হয়। রহমতপুর জমিদারদের চেষ্টায় ১৮৯৫ খৃৃস্টাব্দে রহমতপুর হাইস্কুল প্রতিষ্ঠিত হয়।
তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (১ম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।