রফিকুল ইসলাম, কবি

Barisalpedia থেকে
Spadmin (আলোচনা | অবদান) কর্তৃক ১২:০৫, ২৪ মার্চ ২০১৬ পর্যন্ত সংস্করণে ("কবি রফিকুল ইসরাম কুষ্টিয়া জেলার দর্শনা কলেজের বাংলার অ..." দিয়ে পাতা তৈরি)

কবি রফিকুল ইসরাম কুষ্টিয়া জেলার দর্শনা কলেজের বাংলার অধ্যাপক ছিলেন। বিএম কলেজে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। তিনি সাংবাদিক ও কবি ছিলেন। ১৯৭১ সালের ২৯ জুলাই রফিকুল ইসলামকে দর্শনায় পাকবাহিনী হত্যা করে। তার জন্ম পটুয়াখালী জেলার শ্রীরামপুর গ্রামে। বরিশাল বগুড়া রোডে তার পরিবারের সাথ বাস করতেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।