"রফিকুল ইসলাম, কবি"-এর বিভিন্ন সংস্করণের মধ্যে পার্থক্য

Barisalpedia থেকে
("কবি রফিকুল ইসরাম কুষ্টিয়া জেলার দর্শনা কলেজের বাংলার অ..." দিয়ে পাতা তৈরি)
 
(পাতা খালি করা হয়েছে)
 
(একই ব্যবহারকারী দ্বারা সম্পাদিত একটি মধ্যবর্তী সংশোধন দেখানো হচ্ছে না)
১ নং লাইন: ১ নং লাইন:
কবি রফিকুল ইসরাম কুষ্টিয়া জেলার দর্শনা কলেজের বাংলার অধ্যাপক ছিলেন। বিএম কলেজে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন। তিনি সাংবাদিক ও কবি ছিলেন। ১৯৭১ সালের ২৯ জুলাই রফিকুল ইসলামকে দর্শনায় পাকবাহিনী হত্যা করে। তার জন্ম পটুয়াখালী জেলার শ্রীরামপুর গ্রামে। বরিশাল বগুড়া রোডে তার পরিবারের সাথ বাস করতেন।
 
  
----
 
তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (দ্বিতীয় খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১৫।
 

২২:২৯, ২ জুলাই ২০১৬ তারিখে সম্পাদিত বর্তমান সংস্করণ