রত্নেশ্বর মুখোপাধ্যায়

Barisalpedia থেকে

সংগীতশিল্পী। জন্ম ১৯০৮। মৃত্যু ১৩ নভেম্বর ১৯৮০। জন্মস্থান উজিরপুর। সংগীতপ্রিয় পরিবারে জন্ম। প্রাচীন বাংলা গান, কীর্তন ও উচ্চাঙ্গসংগীতে বিশেষ দখল ছিল। সংগীতশিক্ষক হিসাবেও তাঁর খ্যাতি ছিল। সংগীতশিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়ের পিতৃব্য।


তথ্যসূত্র: বাঙালি চরিতাভিধান (প্রথম খন্ড)। কোলকাতা: সাহিত্য সংসদ। ২০১৩।