যোগেশ চন্দ্র বড়াল

Barisalpedia থেকে

যোগেশ চন্দ্র বড়াল একজন লেখক ছিলেন। তিনি ১৯০৩ খ্রিস্টাব্দ কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মর্মে সিরাজ উদ্দীন আহমেদ উল্লেখ করেছেন। বৃহত্তর বরিশালে অন্তত তিনটি কোড়ালিয়া গ্রাম রয়েছে- মেহেন্দিগঞ্জে একটি, হিজলায় একটি এবং ভোলা সদর উপজেলায় একটি। যোগেশ চন্দ্র বড়াল এই তিনটি গ্রামের কোনটিতে জন্মেছিলেন তা নিশ্চিত নয়। তিনি ‘শেষের জয়যাত্রা’, ‘মুক্তির সন্ধানে ভারত’, ‘ঊনবিংশ শতাব্দীর বাংলা’, ‘দেবেন্দ্রনাথ ঠাকুর’ প্রভৃতি বই রচনা করেন।


তথ্যসূত্র: ১। সিরাজ উদ্দীন আহমেদ। বরিশাল বিভাগের ইতিহাস (প্রথম খন্ড)। ভাস্কর প্রকাশনী, ঢাকা। ২০১০।